|
---|
সংবাদদাতা : 16.7.25 আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে, শ্রীরামপুর চাতরা শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় 13.7.25 রবিবার “বন্ধুর হাত” এর উদ্যোগে।16.7.25 মঙ্গলবার শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত সচেতনতামূলক পদযাত্রা হয়। শেষে শ্রীরামপুর রাধাগোবিন্দ জীউর মন্দির ঋষি বঙ্কিম সরনি তে সান্ধ্যকালীন এক মনোজ্ঞ অনুষ্ঠানে গুনিজন সম্বর্ধনা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এবং নবিন রিস্কিউদের সম্বর্ধনা জ্ঞাপন করে উৎসাহ প্রদান করা হয়।সকলে বক্তব্য রাখেন পরিবেশ কে ভালো রাখতে হলে সাপ পোকামাকড়ের বিরাট ভূমিকা রয়েছে। বেশি বেশি গাছপালা লাগান।সাপের বিষের বিষয়ে খুব সুন্দর আলোকপাত করেন সর্প বিষেশজ্ঞ সম্মানিয় মরুদ্দেব মহাশয়।ও সম্প্রীতির উপর বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও প্রাক্তন সহ সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের আবু আফজাল জিন্না। বন্ধুর হাত এর সম্পাদক সর্পবিদ অরিন্দম চক্রবর্তী সুচারুভাবে অনুষ্ঠান কে পরিচালনা করেন। উপস্থিত ছিলেন,সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির সভাপতি ও সম্পাদক জয়ন্ত সরকার,অজয় তেওয়ারি,রাজ্য পুরস্কার প্রাপ্ত শিল্পি প্রশান্ত অধিকারী, আরো অন্যান্য সর্পবিদ। সর্পবিদ অরিন্দম চক্রবর্তী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মনোঙ্গ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।