“অপারেশন ব্লু”- নামে এক অভিনব প্রোজেক্ট

সেখ সামসুদ্দিন, ১৫ জুলাইঃ আজ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির( শাখা-১) এ দ্বাদশ শ্রেণির ভূগোল বিভাগের ছাত্রছাত্রীদের সহযোগিতায় ও বিদ্যালয়ের ভূগোল শিক্ষক মহঃ সেলিমের তত্বাবধানে “অপারেশন ব্লু”- নামে এক অভিনব প্রোজেক্ট বিদ্যালয়ে করা হয়। এই প্রোজেক্টের মূল বিষয় হলো জৈব জলজ প্রাণীর এ্যাকোরিয়াম।পরবর্তীকালে এই প্রোজেক্ট থেকে জলপ্রপাত তৈরী হবে। কিছুদিন আগেই অষ্টম শ্রেণির ছাত্রদের নিয়ে সেলিম বাবু অপারেশন গ্রীন প্রোজেক্ট গ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল ও পরিচালন কমিটির সভাপতি আশীষ ঘোষদস্তিদার সহ শিক্ষক-শিক্ষিকাগণ।

    আগামী দিনে আরও এইরকম বহুমুখী প্রোজেক্ট বিদ্যালয়ে গ্রহণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির সভাপতি।