বঙ্গে সাহিত্য সম্মেলন

সংবাদদাতা : ৯ জুন ২০২৪ রবিবার সোনারপুর মক্রমপুর শিশু বিকাশ একাডেমী বিএড কলেজে অনুষ্ঠিত হলো প্রতিভা সন্ধানে সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও সাহিত্য সম্মেলন। সকাল আটটা থেকে শুরু হয় পদযাত্রা প্রায় ২০০ জন শিশু কিশোর কবি সাহিত্যিকদের উপস্থিতিতে ।সকাল ১০ঃ৩০ মিনিটে শুরু হয় চিত্র প্রদর্শনী এবং এগারোটার সময়
শিশু বিকাশ একাডেমীর প্রান পূরুষ আবুল কাশেম মুন্সি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান মঞ্চস্থ করেন । সাহিত্যিক সমাজকর্মীদের উপস্থিতিতে গমগম করতে থাকে অনুষ্ঠান প্রাঙ্গণ ।উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও সম্পাদক জনাব ইউসুফ মোল্লা সকলকে অভিনন্দন জানান এবং তুলে ধরেন দীর্ঘ ২৪ বছর ধরে চলে আসা প্রতিভা সন্ধানে সাহিত্য পত্রিকা যারা সহযোগী সহকর্মী সকলকে স্মরণ করেন ।অনুষ্ঠানের সভাপতি তো করেন কবি দিলীপ কুমার বৈদ্য ,উপস্থিত ছিলেন ডঃ কামাল উদ্দিন ,আব্দুল রশিদ মোল্লা ,বিশিষ্ট সমাজসেবী অমল নায়েক, সিরাজুল ইসলাম ঢালি ,বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক শিশু সাহিত্যিক আব্দুল করিম ,আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সভাপতি শ্রী শক্তিপদ গঙ্গোপাধ্যায় ,ডঃ রুহুল আমিন সাহিত্যিক সমুদ্র বিশ্বাস ,গঙ্গাধর গাঙ্গুলী ,কবি কবি শ্রীমন্ত কুমার মন্ডল প্রমুখ প্রায় ১৮০ জন কবি শিল্পী সাহিত্যিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।১৫৫বিশেষ ভাবে কৃতী মানুষদের নজরুল স্বারক সম্মানে সম্বর্ধিত করা হয় ।সকলের জন্য ব্যাবস্থা ছিল দুপুরে মধ্যান্য ভোজের ।বসারাদিন ধরে চলে বক্তব্য নৃত্য সংগীত আবৃত্তি ও কবিতা পাঠ ।সমগ্র অনুষ্ঠানটিপরিচালনা করেন কবি ইউসুফ মোল্লা। জাতীয় সঙ্গীত এর মধ্যদিয়ে বিকাল চারটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।