বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নবাবপুরে

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নবাবপুর অঞ্চল ফুটবল এসোসিয়েশন মাঠে। একুশে জানুয়ারি ২০২৫ মঙ্গলবার লিটিল এঞ্জেলস কেজি স্কুল আয়োজিত ৩২ তম খেলা শুরু হয় সকাল দশটায় সমাপ্ত হয় সমাপ্ত হয় সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকায়। প্রসঙ্গত চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রাচীনতম লিটিল এঞ্জেলস কেজি স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ৩৫ টি ইভেন্টে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ গ্রহণ করে। উল্লেখ্য আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের আন্তরিক সহযোগিতা নজর কাড়ে এলাকাবাসীর। লিটল এঞ্জেলস কেজি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অত্যান্ত প্রশংসনীয় মনে করেন এলাকাবাসী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ শামসুল হুদা এবং কাজী আবদুল মান্নাফ সাহেব।