বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নূর আহমেদ: মেমারি ২৭ জানুয়ারি। সোমবার মেমারি স্টেডিয়ামে মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ১ এর বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক কেশব লাল ঘোষাল। মশাল প্রজ্জ্বোলন করে মাঠ প্রদক্ষিণ করে মশাল প্রধান শিক্ষকের হাতে দেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করার পর ঘন্টা বাজিয়ে খেলার শুভ সূচনা করা হয়। স্বাগত ভাষণ দিয়ে খেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তণ শিক্ষক অরিন্দম কোঙার, পরিচালন সমিতির সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার সহ অন্যান্যরা। ২৮ টি ইভেন্টে ১২০০ ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্থানাধিকারীদের সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। সমগ্র খেলাটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।