ভুতুড়ে ভোটার খুঁজতে বিধায়কের নেতৃত্বে বাড়ি বাড়ি অভিযান

রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে দলের নেতা ও কর্মীরা ভুতুড়ে ভোটার খুঁজতে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতা ও মন্ত্রীরা বাড়ি বাড়ি ঘোরার কাজ শুরু করেছেন। লক্ষ্য হলো ভুয়ো ভোটার খোঁজা। বৃহস্পতিবার বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে তার প্রতিনিধি দল সহ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন নিজে ঘুরে দেখেন।

    এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন। তিনি জানান, দলনেত্রী কেন্দ্রীয় সরকারের এই ভোটার কার্ডের খেলা ধরে ফেলেছেন। তাঁর নির্দেশে সারা রাজ্যের সঙ্গে এই ব্লকের ১১ টি অঞ্চলে এই ভুতুড়ে ভোটার খোঁজার কাজ চলছে। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, নূরুল ইসলাম, তায়েদুল ইসলাম, সুগার আলী, বিধান ঘোষ, সোয়েবুর রহমান প্ৰমুখ।