আরএসএস এর অস্ত্র প্রশিক্ষণ শিবির বন্ধের দাবি তুললো পিএফআই

নতুন গতি নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ লকেট রাজ্যের মাদ্রাসাগুলিতে সন্ত্রাসী তৈরি হচ্ছে বলায় তার কঠোর সমালোচনা করল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।
গতকাল রাজ্য অফিসে রাজ্য কমিটির বৈঠকে রাজ্যে আরএসএস , সংঘপরিবারের বিভিন্ন কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর আক্রমণ ও পিটিয়ে হত্যার ঘটনাকে আরএসএস , সংঘপরিবারের পরিকল্পনার অংশ বলে মনে করা হয়। উত্তর প্রদেশে দশজন আদিবাসী কৃষককে পুলিশের গুলি করে হত্যার প্রতিবাদ জানানো হয়।

    রাজ্য সভাপতি মোঃ আসাদুল্লাহ এর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়
    ক) রাজ্যে আরএসএস সংঘপরিবারের যতগুলো অস্ত্র প্রশিক্ষণ শিবির চলছে তাতে ব্যবহৃত অস্ত্র বেআইনি কি না তা তদন্ত করে দেখার জন্য রাজ্য সরকার এর কাছে আজকের সভা দাবি জানাচ্ছে।
    খ) সংবিধান ও নাগরিকত্ব আইনের সংশোধন না করে এ রাজ্যে এনআরসি না করার দাবি জানাচ্ছে। আজকের সভা রাজ্য সরকার এর কাছে দাবি করছে রাজ্য সরকার এই মর্মে বিধানসভায় একটি আইন পাস করুক।
    গ) রাজ্যে আর যেন মুসলিম ও দলিতদের উপর আক্রমণ ও পিটিয়ে হত্যার ঘটনা না ঘটে তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে রাজ্য সরকার এর কাছে।
    ঘ) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আগামী বৎসর এই রাজ্যে ফ্রিডম প্যারেড করার সিদ্ধান্ত গ্ৰহণ করছে। এর প্রস্তুতির জন্য রিহার্সাল এর কাজ শীঘ্রই শুরু করা হবে।

    এছাড়া সভায় সাংগঠনিক কাজের পর্যালোচনা করা হয়। রাজ্য সভাপতি কাজের অগ্ৰগতিতে সন্তোষ প্রকাশ করে আরো মজবুত ও কার্যকরী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।

    ধন্যবাদান্তে
    মোঃ হাবিবুর রহমান
    সাধারণ সম্পাদক
    পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ