রাজ‍্য পুলিশে কি বেসামাল দিন? মথুরাপুরের লালপুরে নিরপত্তার দায়িত্বে ঝাড়খণ্ডের পুলিশ

নবাব মল্লিক, রায়দিঘী: আজ দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে সিপিআইএম কর্মী খুনের ৪১ দিন পরও মূল অপরাধী গ্রেফতার না হওয়ায় লালপুরে স্থানীয় জণগণের রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ। আজ ঘটনার প্রতিবাদে লালপুর হাই মাদ্রাসার সামনে প্রায় শপাচেক লোক জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। অবরোধ ঘিরে পুলিশি নিরপত্তা ছিল জোরদার। লাঠিধারি পুলিশ, র‍্যাপ, প্রভৃতির সমন্বয়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তার ব‍্যবস্থা। এত সবের মধ‍্যেও সবার নজর যে জিনিসটির উপর বিদ‍্যমান ছিল তা হল উর্দীধারীদের মধ‍্যে কিছু পুলিশকে দেখা যাচ্ছিল ঝাড়খণ্ড পুলিশের ড্রেসে। স্বাভাবিক ভাবেই প্রশ্নটা উঠেই যায় তাহলে কি রাজ‍্য পুলিশে কি বেসামাল দিন?

    পরিসংখ‍্যান বলছে রাজ‍্য পুলিশে পশ্চিমবঙ্গে ৩৭ হাজার ৩২৫ টি পদ খালি। পশ্চিমবঙ্গে সিভিল এবং আর্মড পুলিশের মোট অনুমোদিত পদের সংখ্যা ৭৭ হাজার ৪৭ টি। অথচ রয়েছে ৫৫ হাজার ১৫৯ জন। ইন্সপেক্টর, কনস্টেবলের মতো পদ খালি পড়ে রয়েছে সবচেয়ে বেশি।
    রাজ্য পুলিশের পদ খালি পড়ে থাকাতেই বিক্ষোভ সামাল দিতে যেমন সমস্যা হচ্ছে, একইভাবে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও প্রশ্নের মুখে। সেজন‍্যই কি বাইরে রাজ‍্য থেকে আনা হচ্ছে পুলিশ। প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছেই।