১৯ দাবি নিয়ে বিক্ষোভ মালদাতে

নিজস্ব সংবাদদাতা,মালদা: মালদা-‌শহরে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোটা পুর এলাকায় আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে রাস্তা দিয়ে যাওয়াই দায়। আবর্জনা ফেলার এখনও ভাগাড় তৈরি করতে পারে নি পুরসভা। শুধু তাই নয় বেহাল হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা। সংক্রমিত হচ্ছে এলাকাগুলি। ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। অল্প বৃষ্টিতে শহরে জল জমে যাচ্ছে শহরে যেখানে সেখানে। নির্বিকার ইংরেজবাজার পুরসভা। পুরসভার উদাসীনতার বিরুদ্ধে এদিন রাস্তায় নামে সিপিএম। তাদের বিভিন্ন গণ সংগঠনগুলিও সঙ্গে ছিল। এদিন দুপুরে পুরসভার সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে নামে। এদিন ১৯ দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পুর এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের কাজ শুরু হয়েছে। এখনও আর্সেনিক মুক্ত পানীয় জল সরবহার করতে ব্যর্থ পুরসভা। শহরের বড় বড় গাছগুলি কাটা হচ্ছে, আইনের কোনও পরোয়া না করে। অথচ সরকার বলছে সবুজায়নের ওপর জোর দিতে। বিক্ষোভকারীরা এদিন দাবি করেন, বৃক্ষরোপনের ওপর জোর দিতে হবে পুরসভাকে। নিয়ম করে গাছ লাগানোর ব্যাপারে ভাবতে হবে। শহরের যানজট এখনও মুক্ত করতে পারে নি পুরসভা। এখনও টোটো শহরে এসে যানজট বাড়াচ্ছে। অবিলম্বে দাবিগুলি না মানলে বড়সড় আন্দোলনে নামার হুমকি সিপিএমের।