|
---|
সেখ সামসুদ্দিন, ২১ আগস্টঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা দুই বিদ্যালয় নবী দিবস পালন করা হয়। কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষক আব্দুল হালিম বিশেষ অতিথি তাতারপুর মসজিদের ইমাম জাকির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সেখ আনিসুর রহমান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গজল, নজরুলগীতি পরিবেশনের পাশাপাশি বক্তব্য রাখেন। মাদ্রাসার ছাত্র ইমদাদুল্লাহ লস্কর গজল পেশ করেন এদিনের অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, আদর্শ সহ কিভাবে মানুষের মানবিক গুন, বিবেক জাগ্রত করেছেন সেই দিকগুলি তুলে ধরে আলোচনা করেন।