| |
|---|
নিজস্ব প্রতিনিধঃ ২৫শে ডিসেম্বর বড়দিনের সকালে, ধনিয়াখালী থানার ভান্ডারহাটিতে বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সাহা স্মরণে, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রায় দুই শতাধিক গরিব মানুষকে শীতবস্ত্র ও বড়দিনের কেক প্রদান করা হয়।একই দিনে লায়ন্স ক্লাবের উদ্যোগে দশঘড়ায় শতাধিক গরিব মানুষকে চক্ষু পরীক্ষা করা হয় এবং শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক, লায়ন শুভাশিস মুখার্জি, সোম চক্রবর্তী, শান্তনু সাহা এবং দীপক শিকলী প্রমুখ।


