|
---|
নূর আহমেদ,মেমারী, ২৬ শে মার্চ:মেমারী পৌর এলাকার দক্ষিণ অংশের পদযাত্রা শুরু হয় মেমারী ৫ নং ওয়ার্ড মাঠপাড়া থেকে। পদযাত্রা টি সুলতানপুর, খাড়ো, ডিভিসি পাড়া, সুভাষনগর, হাঠপুকুর ও কৃষ্ণ বাজার হয়ে চকদিঘীমোড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষে চকদিঘীমোড়ে একটি সংক্ষিপ্ত পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ নেত্রী মনিষা চক্রবর্তী।বিগ্রেড সমাবেশ সফলের আহ্বানে বুধবার বিকেলে মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে, পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ খেটে খাওয়া মানুষ এই পদযাত্রায় পা মেলান। এই চার সংগঠনের একাধিক দাবির আওয়াজ ওঠে মিছিলে। এদিনের পদযাত্রা টির নেতৃত্ব দেন মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস। এছাড়াও ছিলেন প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য, অশোক যশ।