দুঃস্থদের বস্ত্র বিতারণ ও দন্ত পরীক্ষা শিবির।

নূর আহমেদ : পূর্ব বর্ধমানের মেমারি শহরের অনতিদূরের বাগিলা গ্রামে বাগিলা কানাইলাল পাল স্মৃতি অবৈঃ প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৯ শে ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিত হল বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির। স্বর্গীয় কানাইলাল পালের সুযোগ্য পুত্র ডাঃ কমলাকান্ত পাল মহাশয় এই শিবিরের উদ্যোগ নেন প্রতি বছর। স্কুলের শিক্ষকগণ সুচারু ভাবে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন। আজকের শিবিরে ৪২ জন মানুষের দাঁত পরীক্ষা করা হয় এবং তারই মধ্যে ২৮ জনের দাঁত তোলা হয় সম্পূর্ন বিনামূল্যে। এছাড়াও প্রয়োজনীয় ওষুধ, টুথপেস্টও রোগীদের হাতে তুলে দেন ডাক্তারবাবু। অনুষ্ঠানের শেষ লগ্নে ডাক্তারবাবু এবং তাঁর স্ত্রী ৪০ জন দুঃস্থ মানুষের হাতে শীতের চাদর তুলে দেন। এরপর তিনি স্কুলের কচিকাঁচা দের সাথে কেক কেটে খ্রিস্টমাস উদযাপন করেন। অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ এবং এলাকার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবর্গও উপস্থিত ছিলেন।