বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য


সুলতানা সহেলি রহমান : আর এন পাবলিক স্কুলের সভাকক্ষে একটি ভাবগম্ভীর পরিবেশে অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মবার্ষিকী পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মতিয়ার রহমান । পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী শিক্ষক রণজয় মন্ডল, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, শিক্ষক শ্রীনন্দ রবিদাস, মহম্মদ হোসাইন তাজ, সুধীর রবিদাস, দীপঙ্কর মালো, মহম্মদ নবাব,ছাত্র ছাত্রীদের পক্ষে রিয়া মন্ডল ,শিহাব,দেবাহুতি মন্ডল,সাইফ হোসেন প্রমুখ। শহীদ ক্ষুদিরাম বসুর বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক আবু তাহের সেখ ও রণজয় মন্ডল। “একবার বিদায় দে মা ঘুরে ঘুরে হাসি হাসি পরব ফাঁসি দেখবে জগৎবাসী ” গানটি গেয়ে শোনায় লেখনী মন্ডল।”মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান ” গান খানি পরিবেশন করে হালিমা খাতুন।কবিতা পাঠে অংশ নেয় রাখি সাহা ,লেখনী মন্ডল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আবু তাহের সেখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতিয়ার রহমান।