|
---|
সংবাদদাতা : ১২ ডিসেম্বর, রবিবার হুগলি জেলার আরামবাগের হরাদিত্য বাস স্টপেজের সংলগ্ন ময়দানে এক বিরাট জনসভা হয়ে গেল। এলাকাবাসীর উদ্যোগে ও আলকুরআন একাডেমী লন্ডন এর সহযোগীতায় কয়েক শ সব ধর্মের মানুষের কাছে অনুবাদকৃত কুরআন শরীফ বিতরন করা হলো। এলাকাবাসীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। “কুরআন শরীফ বুঝে পড়ো ” এই বিষয়ে সব বক্তারাই বিস্তারিত আলোকপাত করেন। উপস্থিত ছিলেন আলকুরআন একাডেমী লন্ডন এর রাজ্য সম্পাদক মৌলানা রাকিবুল মন্ডল, হুগলি জেলার সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না, হুগলির সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকর্মী মৌলানা সৈয়দ সাফুল্লা সাহেব।ইসাহক, সেখ মফিজউদ্দিন সাহেব,পিরজাদা এনায়েতুল্লাহ হোসাইন,হরাদিত্য পঞ্চায়েত প্রধান পার্থ হাজারী সাহেব হাফেজ সেবগাতুল্লাহ সৈয়দ মোর্তজা।আরো অনেকে। দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।