| |
|---|
শেখ সিরাজ : ৫ই ডিসেম্বর জুম্মা বার হুগলির ধনিয়াখালি ব্লকের লোকাবাটি গ্রামের বিশিষ্ট হোমিও চিকিৎসক ও ফুরফুরা সিলসিলার বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ডাক্তার আনিসুর রহমান বর্ধমানের বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর। তিনি বালির স্বনামধন্য হোমিও চিকিৎসক এম হাসানের সুযোগ্য ছাত্র ছিলেন। ফুরফুরার জমিয়তে ওলামায়ে ধনিয়াখালি থানা কমিটির সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যু কালে রেখে গেছেন তাঁর স্ত্রী , দুই পুত্র, পুত্রবধূ, নাতি নাতনি, দাদা ও ভাইকে। বাদ জুম্মার দুপুর দুটোয় তাঁর নিজস্ব জন্মভিটায় লোকা বাটিতে সমাধিস্থ করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর অন্তেষ্টিতে বহু ধর্মপ্রাণ মুসলিম জনগণ সমবেত হয়েছিলেন।


