| |
|---|

সেখ সামসুদ্দিন, ৩ ডিসেম্বরঃ ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডীকাপ রাইটস্ কমিশন রাজ্য কমিটির পক্ষ হতে ১৩ তম বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে। একইসঙ্গে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবস ও প্রয়াত ডাঃ প্রকাশ চন্দ্র দাসের স্মরণসভা করা হয়। মেমারি পৌরসভার ইছাপুর ফুটবল মাঠে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডীক্যাপ রাইটস কমিশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির ব্যবস্থাপনায় এদিনের সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডীক্যাপ রাইটস কমিশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বাবান ঘোষ, রাজ্য সভাপতি, রাজ্য সহ সভাপতি, ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট কো অপারেটিভ ইউনিয়ন শ্যামলেন্দু ব্যানার্জী, সমাজসেবী, আরতি হালদার, রীমা ব্যানার্জী, মুকেশ শর্মা (মহারাষ্ট্র) সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেলা ১১ টায় মেমারি মালগুদাম হতে ট্যাবলো সহযোগে প্রতিবন্ধীদের নিয়ে পথ পরিক্রমা শুরু করে ফুটবল মাঠে শেষ হয়। তারপর শহীদ ক্ষুদিরাম বসু ও প্রয়াত ডাঃ প্রকাশ চন্দ্র দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রথমে মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা কেন্দ্রের নৃত্যশিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয়। পরে অতিথিবৃন্দের বক্তব্য শেষে কুড়ি জন মত ব্যক্তিকে প্রতিবন্ধী সহায়ক যন্ত্র প্রদান করা হয়। কমিশনের চেয়ারম্যান বাপান ঘোষ ও রাজ্য সহ-সভাপতি, মন্মথ দাস জানান আগামী দিনে শুধু প্রতিবন্ধী ভাই বোন নয়, সমাজের দুঃস্থ শ্রেণীর মানুষদের স্বাস্থ্য পরীক্ষা, বস্ত্র প্রদান সহ নানান সামাজিক কাজের মাধ্যমে তারা পাশে দাঁড়াতে চান।


