রাজনগরের লাউজোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন না হওয়ায় বিজেপির পথ অবরোধ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের লাউজোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন না হওয়ায় বিরোধীরা বিক্ষোভ ও পথ অবরোধ করল শুক্রবার দুপুরে।
    রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের লাউজোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ১৪ই সেপ্টেম্বর এবং এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ২৯ ও ৩০শে আগস্ট নমিনেশন ফর্ম তোলা এবং জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ২৮ শে আগস্ট সন্ধ্যায় হঠাৎই কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে জানানো হয় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকার জন্য নির্বাচন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতাকর্মীরা লাউজোড় সমবায় কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন।
    ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রপুর থানার পুলিশ। পরে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
    বিজেপির জেলা সম্পাদক অনুপ গড়াই ও বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য দলের নেতাকর্মীরা সমবায় সমিতির দ্রুত নির্বাচন দাবি করেন।