|
---|
খান আরশাদ, বীরভূম:
নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়ি গ্রামে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ স্থানীয়দের মধ্যে মাছ এবং নতুন বস্ত্র উপহার দিলেন । প্রতিবছরের মতো এবারও চলতি রমজান মাসে ২৭শে রমজান উপলক্ষে স্থানীয়দের মধ্যে মাছ এবং নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ ।
জেলার দোর্দণ্ডপ্রতাপ দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ মানুষদের পাশে দাঁড়াতে যে ভালোবাসেন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তিনি তাঁর মানবিকতার পরিচয় দিয়েছেন। জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন দুঃস্থ এবং অসহায় মানুষের পাশে। দুরারোগ্য ব্যক্তিদের খবর পাওয়া মাত্রই তাদের বাড়িতে গিয়ে বা হাসপাতালে গিয়ে তাদের পাশে থাকার শুধু আশ্বাসই নয় আর্থিক দিক দিয়েও তিনি তার সাধ্যমত সাহায্য করেছেন।
গত বছর রাজনগরে সরস্বতী পূজার সময় খিচুড়ি খেয়ে অকালে প্রাণ হারান তিনজন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু মানুষ। সে সময়ও কাজল শেখ মৃত পরিবার গুলির এবং অসুস্থ মানুষগুলির সাথে দেখা করে তাদের যথাসাধ্য সাহায্য করেন। তার এই মানবিকতায় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ মুগ্ধ হয়ে তাঁকে দুহাত তুলে আশীর্বাদও করেছেন এবং প্রকাশ্যেই প্রায় সকলেই তার এই মানবদরদী কার্যকলাপের প্রশংসা করে সাধুবাদ জানিয়েছেন।
হিন্দু-মুসলিম জাতি-ধর্ম নির্বিশেষে সকলের পাশেই বিভিন্ন সময়ে তাকে সাহায্যের হাত বাড়াতে দেখা গেছে। রবিবার ২৭শে রমজান উপলক্ষে কাজল শেখ তার আদরের দুই কন্যাকে নিয়ে পাপুড়ি গ্রামের প্রায় সমস্ত মানুষদেরই পুকুরের বড় বড় মাছ বিতরণের সাথে সাথে তাদের ঈদের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।
কাজল শেখ জানিয়েছেন তিনি প্রতিবছরই একাজ করে থাকেন। গ্রামের কতজনকে মাছ বা নতুন বছরের উপহার হিসেবে নতুন বস্ত্র দেওয়া হবে তা তিনি হিসেব করে কতজনকে দেওয়া হবে তা তিনি করেন না, যতজনই আসুক না কেন তিনি কাউকেই ফেরান না। এবারেও তার কোন ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষদের পাশে সবসময় থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ।