|
---|
নূর আহমেদ : মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে মেমারি সুলতানপুর ৩ নং ওয়ার্ডে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রথমে মসজিদে তারপর বাড়ি বাড়ি ইঝতারের সামান ও বিরিয়ানির প্যাকেট প্রত্যেক বাড়ি বাড়ি স্বপন ঘোষাল ও অন্যান্য পার্টিকর্মীরা রোজদার মানুের বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই ইফতার পার্টিতে ছিলেন স্বপন ঘোষাল , ফারুক আবদুল্লা, সেখ মইদুল প্রমুখ। অন্যদিকে মেমারি বিধানসবার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে মেমারি অভিষেক গেষ্ট হাউসে প্রায় ৪০০ রোজদার মানুষের ইফতার পার্টির আয়োজন করেন। এখানে ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক হাসেম মন্ডল, উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, সেখ জাহাঙ্গির ও ইমাম সাহেব। ইফতার শেষে গেষ্ট হাউস প্রাঙ্গনে নামাজ হয়।