বিশেষ চাহিদা সম্পন্নদের শিবিরে শারীরিক পরীক্ষা করাতে গিয়ে হয়রানির শিকার মানুষ

 

    নতুন গতি,মালদা ২৫ জানুয়ারিঃ বিশেষ চাহিদাসম্পন্নদের শিবিরে শারীরিক পরীক্ষা করাতে গিয়ে হয়রানির শিকারঝ হতে হল কয়েকশো মানুষকে। এনিয়ে রীতিমতো ক্ষুব্ধ সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরী। বিষয়টি তিনি জেলা প্রশাসনের নজরে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। রাজ্যের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্নদের শিবির। কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালেও সোমবার এই শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। কালিয়াচক-১ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ৮০০ জনের বেশি পুরুষ ও মহিলা বিশেষ চাহিদাসম্পন্নরা এসেছিলেন নিজেদের শারীরিক পরীক্ষা করে শংসাপত্র নিতে। অভিযোগ, শিবিরে উপস্থিত সকলের স্বাস্থ্য পরীক্ষা না করে মাত্র ১৫০ জনকে চিকিৎসকরা পরীক্ষা করেন। বহু দূরদূরান্ত থেকে অর্থ এবং সময় ব্যায় করে আসার পরেও ফিরে যেতে হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি জানতে পারার পরেই হাসপাতালে পৌঁছান সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরী। তিনি বিএমওএইচের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের হয়রানি নিয়ে তিনি জেলাশাসকের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন ইশা খান চৌধুরী।