|
---|
নতুন গতি প্রতিবেদক, চাঁচল ও হরিশ্চন্দ্রপুর: ভুডভুডি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক হল সিভিক পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার এনায়েত নগর ডন ইট ভাটা এলাকায় । জানা যায়,মৃত সিভিক গৌতম ভগৎ (৩৫) হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকার বাসিন্দা়।
হরিশ্চন্দ্রপুর থানায় কর্তব্যরত ছিল এই সিভিক কর্মী বলে খবর।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও হরিশ্চন্দ্রপুর থানা সহ প্রতিবেশী থানা গুলিতে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুরো ঘটনা তদন্তে রয়েছে পুলিশ।