|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের দাঁইহাটের রাস উৎসব শতাব্দী প্রাচীন। এইটায় দাঁইহাটবাসীর কাছে প্রধান উৎসব। আজ থেকে দাঁইহাট উৎসব শুরু হল। দাঁইহাটের দেওয়ানগঞ্জ এলাকার ইন্দিরা স্মৃতি সংঘের রাস উৎসব উপলক্ষে গনেশ পূজা করা হয়। এবারের পূজা ৩৫ তম বর্ষে পর্দাপন করছে। ইন্দিরা স্মৃতি সংঘের মন্ডপের থিমের হল পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ। ইন্দিরা স্মৃতি সংঘের রাস উৎসব উপলক্ষে গনেশ পূজাতে আনন্দ উৎসবে মেতে ওঠেন হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষেরা। রাস উৎসবকে আরও জমজমাট করে তুলতে অতীতে একাধিক উদ্যোগ নিয়েছে দাঁইহাট পুরসভা। গোটা বিষয়টি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পুলিশ তৎপর রয়েছে।