|
---|
জাকির হোসেন সেখ, নতুন গতি, কলকাতা: আগামী ৭ই এপ্রিল কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস্ (ICCR) এর
যামিনি রায় গ্যালারিতে এক সেমিনারে মিলিত হতে চলেছেন কলকাতার প্রাক্তণ মেয়র ও মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের একসময়ের প্রথম সারির নেতা শোভন চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং বিধানগরের মেয়র তথা তৃণমূল কংগ্রেসের চোখে বর্তমানে সন্দেহের দৃষ্টিতে থাকা তৃনমূল নেতা সব্যসাচী দত্ত।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস্ (ICCR) এর যামিনি রায় গ্যালারিতে হতে চলা ৭ এপ্রিলের এই সেমিনার নিয়ে তাই রাজনৈতিক মহলের ঔৎসুক্য বেড়েই চলেছে।
বেঙ্গল থিংস নামক সেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে আগামী ৭ই এপ্রিল “The interface of Religion, Spirituality and Politics in today’s Bengal” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শোভন চ্যাটার্জি। আর সম্মানীয় অতিথি অর্থাৎ Guest of honour হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী দত্ত। সাথে সাথে অন্যতম বক্তা হিসাবে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং ভারত সেবাশ্রম সংঘের সম্মানীয় দিব্যানন্দ মহারাজ। ICCR-এর যামিনী রায় গ্যালারিতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
আসলে লোকসভা নির্বাচনের একেবারে শুরুতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের মতো তিন তিনজন ব্যক্তিত্বের একই মঞ্চে উপস্থিত থাকাকে রাজনৈতিক নেতা কর্মীদের, বিশেষজ্ঞদের এবং পর্যবেক্ষকদের নতুন করে ভাবাচ্ছে বৈকি ! তবে কি শোভন, বৈশাখী, সব্যসাচী সকলে একই পথের পথিক হতে চলেছেন ?