ডায়মন্ড হারবারে প্রচার চলাকালীন সিপিআই(এম) এর মিছিলে দূষ্কৃতি হামলা

সাইমুন রাসেল, ডায়মন্ড হারবার:তৃণমূলী সশস্ত্র দুস্কৃতী বাহিনীর বাধাকে প্রতিরোধ করেই বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে প্রচার করলেন বামফ্রন্ট প্রার্থী ডাঃ ফুয়াদ হালিম। এদিন সকালে প্রশাসনের অনুমতি নিয়ে বোলসিদ্ধি কালীনগর অঞ্চলে প্রচার শুরু হয়। সন্ত্রস্ত এই এলাকায় প্রার্থীর সঙ্গে ছিলেন সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, রতন বাগচী ও স্থানীয় নেতৃত্ব। মানুষের বাড়ি বাড়ি প্রচার করা হয়। সতস্ফূর্তভাবে গ্রামের মানুষ সাড়া দেন। প্রত্যেকে তাঁরা বলেন সুস্থ ভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করুণ। গত পঞ্চায়েতে ভোটাররা কেউ ভোট দিতে পারেন নি। বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এখন বামপন্থী প্রার্থীর দেওয়াল লেখাতেও বাধা দেওয়া হচ্ছে। পার্টির নেতা কর্মীদের হুমকি চলছে। এই অঞ্চলে প্রচারের শেষে ডায়মন্ড হারবারের পাতড়া অঞ্চলে প্রচার শুরু হয়। সেই সময় সশস্ত্র তৃণমূল দুস্কৃতকারীর এক‌টি দল প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা দেয়। গ্রামের মানুষ প্রার্থীকে নিয়ে মিছিল করে। মোল্লাপুকুরিয়া গ্রামে রাজ্যের প্রাক্তন আইন মন্ত্রী আব্দুল কায়ুম মোল্লার বাড়িতে এক সভায় যোগদেন প্রার্থী ও নেতৃত্ব। ওই বাড়িটি ঘিরে থাকে দুস্কৃতকারীরা। গ্রামের মানুষ এই পরিস্থিতিতেও সভায় যোগদেন। প্রশাসনের অনুমতি নিয়ে এই প্রচারসভা হলেও ঘটনাস্থলে কোন পুলিশ ছিল না। প্রার্থীর প্রচারের ছবি তুলতে গেলে সাংবাদিককে বাধা দেয়। দুস্কৃতকারীরা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করে। এদিকে বামপন্থী প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার ঘটনায় জেলা নির্বাচন আধিকারিক ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান সি পি আই (এম) জেলা সম্পাদক শমীক লাহিড়ী। বৈকালে পার্থী সহ কয়েকশো সমর্থক ডায়মন্ড হারবার শহরে মিছিল করেন।