বীরভূম জেলার সাঁইথিয়া GRP তে ৮০ জনকে অবৈধ ভাবে নিয়োগের দাবিতে বিক্ষোপ দেখালেন DYFI ।

নতুন গতি নিউজ ডেস্ক, আজিম শেখ, রামপুরহাট। বীরভূম জেলার সাঁইথিয়া GRP তে ৮০ জনকে রাতা-রাতি অবৈধ ও বেআইনী ভাবে নিয়োগে করেছিলেন সাঁইথিয়া GRP অফিস। আমরা তাদের লিস্ট সংগ্রহ করি এবং বিভিন্ন নিউজ পেপারে খবরও হয় ।

    কিন্তু কি ভাবে হলো এই চাকরি? তার দাবীতে ,আস্থায়ী হোমগার্ড পদে নিয়োগের বাতিলের দাবিতে, বিক্ষোপ দেখালেন DYFI বীরভূম জেলা কর্মীরা ।
    আজ বুধবার ১৭/০৭/১৯ তারিখ বৈকাল ৩.৩০ মি: এ রামপুরহাট রেল স্টেশনে ।
    উপস্থিত ছিলেন কমরেড মনতোষ মজুমদার,কমরেড মতিউর রহামান সহ বেশ কিছু কর্মী বিন্দ।

    তারা বিভিন্ন ভাবে জানতে চাই এই গোপন ভাবে GRPতে নিয়োগ কি করে হলো ।এবং তারা একটি সারক লিপিও জমা দেন।