|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ ১৭ জুলাই বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্র ও জেলা যুব দপ্তরের উদ্যোগে বীরভূম জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত সামার ইন্টার্শিপ এর বিশেষ কর্মশালা। জেলার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থারা ও স্বচ্ছ ভারত কর্মসূচিতে আরো বেশি বেশি করে যেন অংশগ্রহণ করতে পারে তা নিয়ে বিভিন্ন সংগঠনগত কাজের আদান প্রদান বা মতামত প্রদান করা হয়।৫০ ঘন্টার যে কাজকর্ম শুরু হয়েছে যাহা ৩১ শে জুলাই শেষ হচ্ছে সেখানে সংগঠনের যুব সম্প্রদায় কোথায় কিভাবে কাজ করেছে তাহা জানা হয়। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় চিন্তার এক বড় কারন। সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এ বিষয়ে কোন সংগঠন কি কাজ করছে তাহার উপর ও আলোকপাত করা হয়। যুবদের উদ্বুদ্ধ করে সরকারি সাহায্য ছাড়া ও সমাজ সচেতনতায় যে কাজ করা যায় তাহা নিয়ে ও সকলের ভাবা উচিত। জেলা সেনিটেশন সেল থেকে প্রায় পাঁচ লক্ষ শৌচাগার তৈরি করা হয়েছে। সিকিম রাজ্য সরকারি সহায়তা ছাড়া ও কাজ করে একটি নজীর সৃষ্টি করেছেন। যাহা সর্বত্র দেশ বিদেশের কাছে সম্মানিত হচ্ছে। আমরাও যেন সেই রকম যুবদের উদ্বুদ্ধ করে কিছু কাজ করতে পারি তার ও প্রয়াস নেওয়া দরকার। আবর্জনাকে যেন সঠিক ভাবে ম্যানেজমেন্ট করা যায় এই সমস্ত বিষয় নিয়ে ও গঠনমূলক আলোচনা হয় বলে একান্ত সাক্ষাৎকারে কতগুলো জানান জেলা যুব আধিকারিক বুদ্ধদেব পান। আজকের আলোচনায় উপস্থিত ছিলেন জেলা যুব কো অর্ডিনেটর দেব কুমার চাটার্জী, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর,জেলা স্যানিটেশন সেল থেকে প্রনব কুমার পাল, একাউন্টেন্ট সুভাষ চন্দ্র মানা সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেহেরু যুব কেন্দ্রের জেলা প্রোগ্রাম অফিসার আকাশ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য কাজ করার সব থেকে বড় প্রমাণ বা ডকুমেন্ট হিসেবে ছবি কিভাবে আপলোড করা যায় তাহা স্লাইড শো এর মাধ্যমে হাতেনাতে দেখান আকাশ বাবু।