|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট:
প্রচন্ড গরমকে উপেক্ষা করেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে শিরাকল মোড় থেকে শ্রিচন্দা মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়। এদিন মিছিলে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাপি হালদারের সঙ্গে ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দ :২৪ পরগনা জেলা পরিষদ, মগরাহাট পশ্চিম ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি, সুন্দরবন সাংগঠনিক জেলার এসসি ওবিসি সেলের সভাপতি সঙ্গীতা হালদার, মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মধ্যক্ষ মানবেন্দ্র মণ্ডল, যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরী সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্যরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্বদের সহযোগিতায় এবং মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের সাথে নিয়ে ভোটপ্রচার সারলেন। প্রচণ্ড গরম অপেক্ষা করে এই ভাবেই তিনি এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারলেন।জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী তিনি।