|
---|
সেখ সামসুদ্দিন : ২ এপ্রিলঃ সামনের লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। । সেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির প্রচারে তুঙ্গে উঠেছে। পিছিয়ে নেই নির্বাচন কমিশনও। ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে কমিশন নানান কর্মসূচী নিয়েছে। SVEEP কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করতে নির্বাচন কমিশনের নির্দেশে ব্লক ও জেলা প্রশাসন নানানধরনের অনুষ্ঠান করছে। বুথে বুথে গিয়ে প্রচার যেমন করছে, ঠিক তেমনি জনবহুল এলাকা বাজারগুলিতে নির্বাচন কমিশনের বার্তা পৌঁছে দিতে প্রশাসন মাঠে-ঘাটে নেমেছে। আজ এমনি এক অনুষ্ঠানের আয়োজন করে মেমারি-১ ব্লক প্রশাসন। মানব পুতুল নাটকের মাধ্যমে ভোটের বার্তা পৌঁছে দেবার ব্যবস্থা করে। এদিন বিকালে মেমারি নতুন বাসস্ট্যাণ্ডে এমনি এক মানব পুতুল নাটক “ভোটের কথা” পরিবেশন করা হয়। নতুন ভোটারদের মধ্যে এদিন উৎসাহ লক্ষ্য করা যায়। এই ভোটের কথা শুনতে এদিন বাসস্ট্যাণ্ডে বহু মানুষ উপস্থিত ছিলেন।