চারগাছির রাস্তা বেহাল ভোগান্তি বহু মানুষের

সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের চারগাছির রাস্তা বেহাল, সাগরদিঘি থেকে চারগাছি খানকাহ শরীফ হয়ে আজিমগঞ্জ পর্যন্ত, ২৩ কিলোমিটার রাস্তা বেহাল দশা। নাজেহাল হচ্ছে এলাকার মানুষজন থেকে শুরু করে বহু যানবাহন দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিদিনই। সাগরদিঘি হয়ে এই রাস্তায় হাজার হাজার মানুষ আলিমপুর দরবার (খানকাহ) শরীফে আসেন এবং একটি ইউনিভার্সিটিও রয়েছে বহু ছাত্রের সমাগম।

    যদিও করোনা মহামারীর জন্য এখন বন্ধ রয়েছে, খানকাহ শরীফ ও ইউনিভার্সিটি। এলাকার বাসিন্দারা যাতায়াতের রাস্তা বেহাল দশা হওয়ায় খুব অসু‌বিধায় পড়েছেন। একটু বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায়, তখন রাস্তাটি ছোট নদী আকারে পরিনত হয়। ইমার্জেন্সি কোন রোগী হাসপাতালে যেতে পারেনা। সাগরদিঘি থেকে আজিমগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা এটি।
    সাগরদিঘির বিডিও সুরজিৎ চ্যাটার্জী সহ উর্ধ্বতন সংশ্লিষ্ট আধিকারিক দের কাছে, এলাকাবাসীর আবেদন এই রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর ব্যবহারের জন্য ব্যবস্থা নেওয়া হোক।