কুলতলিতে বাংলা অনুবাদকৃত আল কোরান বিতরণ

কুতুব উদ্দিন মোল্লা : ক্যানিং দক্ষিণ ২৪ পরগনার জেলার কুলতলী থানার অন্তর্গত মেরীগঞ্জ ৫ নম্বর গ্রামে। বিসমিল্লাহে তায়ালা পবিত্র কুরআনের রঙে নিজেকে সাজাতে আল কোরআন একাডেমি লন্ডন -এর পূর্ণ সহযোগিতায় বিনামূল্যে বাংলা অনুবাদকৃত আল কোরআন বিতরণ করলেন ১০০ জন কে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের। পাশাপাশি কুরআন অর্থসহ পাঠের গুরুত্ব নিয়ে আরোপ করা হয়। এদিনের কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে পরিচালনা করেন@@@। উপস্থিত ছিলেন

    অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয় সভাপতি আলহাজ্ব মুফতি জনাব মাওঃ মোহাঃ সাইফুদ্দিন আলীয়াবী সাহেব,ইমাম পাঁচ নম্বর জামে মসজিদ,সহ সভাপতি জনাব মাওঃ মোহাঃ মহিবুল্লাহ, রাজ্য সম্পাদক অল ইন্ডিয়া ওলামা বোর্ড ও আল কোরআন একাডেমী লন্ডনের রাজ্য সম্পাদক জনাব মাওঃ মুহাম্মদ রাকিব হক সাহেব, জেলা সম্পাদক, আল কোরান একাডেমি লন্ডন, ব্লক সম্পাদক জিয়ারুল লস্কর,আবু সালমান পিয়াদা,জনাব মাওঃ মোহাঃ আব্দুস সালাম সাহেব,বিশিষ্ট সমাজসেবী জনাব ডাঃ মাসুদ করিম সরদার সাহেব (M.B.B.S, CH, NRS মেডিকেল কলেজ),জনাব মোহাঃ গোলাম কুদ্দুছ হালদার সাহেব,জনাব মোহাঃ হাফিজুর রহমান গাজী সাহেব সহ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মুহাম্মদ রাকিব হক বলেন, কোরআন নাজিলের মাসে কোরআন বিতরণ কর্মসূচি সারা রাজ্য জুড়ে চলছে ইনশাআল্লাহ মুফতি মাওলানা সাইফুদ্দিন আলিয়াভি সাহেব বলেন،”মানুষকে কোরআনের সঠিক মর্মার্থ অনুধাবন করতে গেলে তাদেরকে কোরআন এর অনুবাদ পৌঁছে দেওয়া উচিত।”বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আব্দুস সালাম সাহেব বলেন, “কোরআন বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং কোরআন সম্পর্কে আল্লাহ যে চিন্তা ভাবনা করার কথা বলেছেন তাহার বিস্তারিত আলোচনা করেন।”