পূর্ণাঙ্গ জীবনের সঠিক সংবিধান হলো আল কোরআন, কোরআন বিতরণ অনুষ্ঠানে বললেন রাকিব

জাকির হোসেন মোল্লা, নতুন গতি : সরবেড়িয়া
দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার রাজনগরে অনুষ্ঠিত হলো লন্ডন আল কোরআন একাডেমীর সহযোগিতায় বিনামূল্যে বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ বিতরণ করা হয় প্রায় ৩০০ ছাত্রছাত্রী মা বোন সহ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমী লন্ডন ও দা কোরআন স্টাডি সার্কেল অন্যতম কর্ণধার এবং অল ইন্ডিয়া ওলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মোঃ রাকিব হক। তিনি বলেন পূর্ণাঙ্গ জীবনের সঠিক সংবিধান হলো আল কুরআন এই কোরআনকে আমাদের সকলকে অর্থ বুঝে পাঠ করা উচিত। একটা মানুষ দোলনা থেকে মৃত্যু পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে কিভাবে চলবে কিভাবে খাবে? সমস্ত কিছু পবিত্র কোরআনে বর্ণনা আছে আজ আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের মাঝে আজ নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষ যখন কোরআন হাদিস থেকে দূরে সরে আসবে মহান আল্লাহ পাক তার উপরে একটা অত্যাচারী শাসক বাদশা নিযুক্ত করে দেবেন।
কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মুফতি সাইফুদ্দিন আলিয়াভী সাহেব তিনি কোরআনের গুরুত্ব ও শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া উপস্থিত ছিলেন দাদপুর গঞ্জেরপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রগ্রেসিভ ইউথ ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক আলহাজ্ব মাওলানা জাকির হোসেন সাহেব ইসলাম ধর্মের গুরুত্ব মাহাত্ম্য ও ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ্ব যাকাত ও শিক্ষার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তার মাসুদ করিম সরদার আল কোরআন একাডেমী লন্ডন ও দা কোরআন স্টাডি সার্কেলের জেলা সম্পাদক মাওলানা আব্দুস সালাম আলিয়াবী রাজনগর জামে মসজিদের ইমাম হাফেজ শাহাবুদ্দিন মোল্লা এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতি আকবর আলী মোল্লা ও সহ-সভাপতি শাহ চাঁদ চাপরাশি সহ গ্রামের শত শত ধর্মপ্রেমিক উড়ান প্রেমিক মানুষেরা।