তৃণমূল ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেনা, রাজনগরে ইফতার পার্টিতে যোগ দিয়ে বললেন বিধায়ক

 

     

    খান আরশাদ, বীরভূম:

     

    তৃণমূল কংগ্রেস ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেনা রাজনগরের ডাকবাংলোয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়ে বললেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী। রবিবার রাজনগর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে রাজনগরের ডাকবাংলোয় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই ইফতার পার্টিতে রাজনগরের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩০০ জন তৃণমূল সংখ্যালঘু কর্মী সমর্থকেরা উপস্থিত হয়ে ইফতার করেন এবং নামাজ পড়েন।

    সেই ইফতার পার্টিতে যোগ দিতে দেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তৃণমূলের তরফে বিভিন্ন জায়গায় যে ইফতার পার্টি আয়োজিত হচ্ছে তা নিয়ে প্রায়শই কটাক্ষ করেন বিরোধীরা। বিরোধীদের বক্তব্য ইফতার পার্টি তৃণমূলের লোক দেখানো, প্রকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে তারা নেই।

    এই প্রশ্নের উত্তরে বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান বিরোধীরা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করলেও তৃণমূল কংগ্রেস ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না এবং সকল ধর্মের প্রতি তৃণমূল শ্রদ্ধাশীল।


    রবিবারের এই ইফতার পার্টিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, চেয়ারম্যান সৌমিত্র সিংহ, ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সেখ নাজু, কার্যকরী সভাপতি সেখ কাবুল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।