পশ্চিমবঙ্গে বালি চোর,গরুচোর, কয়লা চোরদের আটকাতে ইন্ডিয়া জোট সরকার দরকার রাজনগরে মন্তব্য বাম-কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদের

 

     

    খান আরশাদ, বীরভূম:

     

    পশ্চিমবঙ্গে বালি চোর,গরুচোর, কয়লা চোরদের আটকাতে ইন্ডিয়া জোট সরকার দরকার রাজনগরে মন্তব্য বাম-কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদের।
    পশ্চিমবঙ্গে বালি চোর, গরু চোর, কয়লা চোরদের আটকাতে হলে ইন্ডিয়া জোট সরকারের প্রয়োজনীয়তা আছে, রাজনগরে প্রচারে নেমে এরকমই মন্তব্য করলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ। বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী হিসেবে এবারে লড়ছেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা হাসন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ।
    রাজনগরের সিপিআইএম দলীয় কার্যালয় থেকে শুক্রবার তিনি নির্বাচনী প্রচারে নামেন।
    বাম এবং কংগ্রেসের তরফে জোটপ্রার্থীকে অভ্যর্থনা জানানোর পর নির্বাচনী প্রচার শুরু হয়। বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা জোট প্রার্থীকে নিয়ে রাজনগর বাজার পরিক্রমা করেন। মিল্টন রশিদ বলেন পশ্চিমবঙ্গের কয়লা চোর, গরু চোর, আবাসন চোর, চাকরি চোরদের আটকাতে হলে ভারতবর্ষে ইন্ডিয়া জোট সরকারের দরকার আছে। পাশাপাশি তিনি বলেন জোট সরকার ক্ষমতায় এলে পাঁচশো বা হাজার টাকা নয়, দেশের সমস্ত মা বোনকেই বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে।
    আজকের এই নির্বাচনী প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী, ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরী, জেলা সদস্য শুকদেব বাগদী, এরিয়া সম্পাদক উত্তম মিস্ত্রি সহ বাম-কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।