নির্বাচন উপলক্ষে অবস্থান পথসভা মেমারিতে

নূর আহমেদ,৪ এপ্রিল, মেমারী : ভয়ঙ্কর শ্রম আইন ভয়ানক বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার চালুকারী তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে রাজ্যের দুর্নিতগ্রস্ত হঠকারী সর্বনাশ কারী বিজেপির সাথে আপোষকারী তৃণমূলকে পরাস্ত করতে বৃহস্পতিবার বিকাল ৫ টা নাগাদ সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে বামুনপাড়া মোড়ে অবস্থান পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার, বক্তব্য রাখেন মনীষা চক্রবর্তী, পিয়ুষ বিশ্বাস, জেলা নেতা সুকান্ত কোঙার। তিনি বলেন বামেরা কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য, বেকারের চাকরির জন্য লড়াই করি, আন্দোলন করি। শ্রমজীবি মানুষের অধিকারের জন্য কথা বলি, নারী নির্যাতনের কথা বলছি তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের মাওবাদী বলে, আর বেকারদের চাকরীর দাবি করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পাকিস্থানী বলে। কিন্ত শ্রমজীবি মানুষেরা আজ বঞ্চিত। তাদেরজন্য আমাদের লড়াই। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলেন। ইলেকট্রোল বন্ডের জন্য বিজেপি নিয়ে ছে ৬ হাজার কোটি টাকা, টিএমসি নিয়ে ২ হাজার কোটি টাকা। জিনিসপত্রে দাম বাড়ছে সরকার নীরব। বামপন্থী সংগঠন করলে লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে মিছিলে যেতে হবে। না গেলে লক্ষি ভান্ডার বন্ধ করা হবে। গুন্ডামির জন্য লক্ষি ভান্ডার দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি রাস্তা খারাপ হচ্ছে কারণ ঠিকাদারকে টাকা দিতে হচ্ছে। স্কুল আছে শিক্ষক নেই হাসপাতাল আছে ডাক্তার নেই। তিনি আরও বলেন আসন্ন ভোটে সিপিআইএম প্রার্থী নীরব খাঁকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠান যারা শ্রমজীবি মানুষের হয়ে কথা বলবে।