|
---|
সেখ আজিম, ডানকুনি : প্রখর দাবদাহ, তারই মাঝে চলছে রোজা। খুশির ঈদের আগে নিময় রীতি মেনে এই একমাস রোজা পালনে মুসলিম সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি বাইশতম রোজায় সাধারণ মানুষের জন্য ইফতারে মজলিস আয়োজনে ডানকুনির পৌরপ্রধান তথা এক নম্বর ওয়ার্ডের পৌরমাতা হাসিনা শবনম কেবল ইফতারই নয়, শতাধিক মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। এদিন স্পন্দন ফাউন্ডেশন আয়োজিত ও হাসিনা শবনমের উদ্যোগে হাসি ফুটলো এক নম্বর ওয়ার্ডবাসীর মুখে। চাকুন্দি সায়াদাতীয়া কোরানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলের সঙ্গে ইফতারে অংশ নেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা,দেবাশীষ নন্দী, কল্লোল বন্দ্যোপাধ্যায় সহ কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন চিন্ময় নন্দী, সূর্য দে, মমতা মুখার্জি, কুসুম লস্কর, মৌমিতা পাল সহ একাধিক বেক্তিত্ব।