বৃক্ষরোপণ কর্মসূচী বীরভূমের রাজনগরে।

খান আরশাদ, বীরভূম। বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের ভদ্রকালী মন্দির চত্বরে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচী। ভদ্রকালী মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে মন্দির চত্বরে শাল, সেগুন, আমলকি, হরিতকি, বহেড়া প্রভৃতির চারা গাছ রোপণ করা শুরু হল। এলাকায় প্রায় ২০০টি চারাগাছ রোপণ করবেন বলে জানান মন্দির কমিটির সদস্যরা। এলাকার সৌন্দর্যায়নের লক্ষে তথা পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এদিন বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার গঁরাই, শোভন আচার্য্য, রানাপ্রতাপ রায়, গৌতম আচার্য্য, অশেষ কুণ্ডু, প্রদীপ মুখার্জী, সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।