|
---|
নিজস্ব সংবাদদাতা : আল কোরআন একাডেমী লন্ডন এর সহযোগিতায় দ্যা কোরআন স্টাডী সার্কেলের ব্যবস্থাপনায় বিনামূল্যে অনুবাদকৃত পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হলো কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল।উপস্থিত ছিলেন মাননীয় প্রফেসর শ্রী ইন্দ্রনীল বিশ্বাস, ডাক্তার অঞ্জন অধিকারী, ডাক্তার অসীম ঘোষ, ডাক্তার মানব নন্দী, আমনত ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক ও আল কোরআন একাডেমী লন্ডনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক, জেলা সম্পাদক মাওলানা আব্দুস সালাম আলিয়াভী, কলি কলেজ স্ট্রিট জামে মসজিদের ইমাম কাজী আসাদুল হুসাইন।
বক্তব্য রাখতে গিয়ে জনাব মুহাম্মদ শাহ আলম বলেন,”পবিত্র কুরআন সমস্ত মানুষের জন্য নাজিল হয়েছে, তাই সকলের উচিত এই গ্রন্থটা অন্তত একবার হলেও অর্থসহ পড়া।” অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক ও আল কোরআন একাডেমী লন্ডন এর মাওলানা মুহাম্মদ রাকিব হক বলেন, “আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রোগ্রাম করছি, তারি একটা হিসেবে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি এবং ছাত্র-ছাত্রীদের হাতে কুরআনের অনুবাদ পৌঁছে দিলাম, কারণ কুরআন হচ্ছে মানব জাতির জীবন বিধান ও পথ নির্দেশ।” ডাক্তারি পড়ুয়া আব্দুল গনি বলেন,আল্লাহ্ যদি পরম দয়ালু ও পরম দাতা হন , তাঁর কাছে তো কোনো কিছুরই অভাব নেই , তাহলে নিঃসন্দেহে আল্লাহ সতালার উদ্দেশ্য আমাদের না খাইয়ে রাখা একদম ই নয়,তাঁর উদ্দেশ্য অন্য কিছু আছে।আমরা যে যেই ধর্মই পালন করি না কেন , আমাদের উচিত হবে সেগুলো নিয়ে চিন্তা এবং গবেষণা করা এবং স্রষ্টার আসল উদ্দেশ্য গুলোর প্রতি মনোযোগী হওয়া। আর সহ-সভাপতি ,স্বাস্থ্য শাখা শ্রী জয়ন্ত কুমার ঘোষ বলেন,আমরা সব ধর্মকে সম্মান করি ! মানুষের নিজের অধিকার নিজের ধর্ম পালন করার,মানবতা হলো সমস্ত ধর্ম কে সম্মান করার মধ্য দিয়েই। অনুষ্ঠানটি পরিচালনা দায়িত্বে ছিলেন শ্রী জয়ন্ত কুমার ঘোষ মহাশয়, আনোয়ার হোসেন, ডাক্তারি পড়ুয়া আব্দুল গনি, বাবুল হক তাবারক হোসাইন, তারিফ উদ্দিন মোল্লা, শাকিল আহমেদ সহ আরো অনেকেই।