চন্ডীতলা থানার ওসির নেতৃত্বে বড় সাফল্য

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : গত ইংরাজী ১৪/০২/২০২৪ তারিখ অশোক কুমার রীত পিতা স্বর্গীয় পশুপতি রীত ঠিকানা- বেগমপুর দুলে পাড়া, থানা- চন্ডীতলা, জেলা হুগলী অভিযোগ করেন যে তার বাড়ি থেকে গত ০৩.০২.২০২৪ তারিখ সন্ধ্যার সময় কেউ বা কারা সোনার গহনা , ইমিটেশনের গহনা এবং পরবর্তীকালে আরো জানায় যে একটি ফোনও চুরি হয়েছে ঐ সময়। অভিযোগ পাওয়ার পর চন্ডীতলা থানার বড়বাবু SI জয়ন্ত পাল চন্ডীতলা থানার কেস নং 105/24 Dt.- 14.02.2024 , U/S- 380 IPC শুরু করেন এবং তদন্তের দ্বায়িত্ব ASI তমাল সামন্ত কে দেন। ঘটনার তদন্তের সময় ফোনের CDR/SDR এবং IMEI Search নেওয়া হয় এবং তার পর মনোরঞ্জন মন্ডল ওরফে লেলো পিতা- স্বর্গীয় জহর মন্ডল ঠিকানা- বেগমপুর উত্তর আদান জেলেপাড়া থানা- চন্ডীতলা, জেলা হুগলী এই চুরির সঙ্গে যুক্ত এবং আরো জানা যায় যে উক্ত মনোরঞ্জন মন্ডল ওরফে লেলো চন্দননগর সংশোধনাগারে রয়েছে অন্য একটি কেসের জন্য। মহামান্য আদালতের আদেশ নিয়ে উক্ত মনোরঞ্জন মন্ডল ওরফে লেলোকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার কথা সে স্বীকার করে এবং তার বাড়ি মধ্যে থাকা চালের কৌটো থেকে ৪০ গ্রাম সোনার মন্ড গত ০৫.০৪.২০২৪ তারিখে উদ্ধার করা হয়।