|
---|
সেখ সামসুদ্দিন, ৬ এপ্রিলঃ মেমারি থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিসের অডিটোরিয়াম কক্ষে এলাকার ইমাম ও বিভিন্ন ক্লাব সংগঠন ও সমাজসেবীদের নিয়ে সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন এসডিপিও অভিষেক মন্ডল, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ সহ পুলিশ অফিসারবৃন্দ, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যআ বেরা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বসন্ত রুইদাস, কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি মাদ্রাসার সম্পাদক কাজী মোঃ ইয়াসিন মেমারি মারকাজ মাদ্রাসার পক্ষে হাজী আব্দুল মোমিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন মেমারি থানা এলাকার মসজিদগুলির ইমাম সহ কয়েকটি ক্লাব সংগঠন এদিনে মূলত আলোচনা হয় ঈদ উৎসবকে সম্প্রীতির মেলবন্ধনে শান্তির মধ্যে উদযাপন করার বিষয়ে। উপস্থিত সকল ব্যক্তিত্ব পুলিশ প্রশাসনের সঙ্গে সহমত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকবেন বলে ঘোষণা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তর, জল এবং পুলিশ ট্রাফিক ব্যবস্থা নিয়েও বিশেষ বন্দোবস্তের কথা বলেন। তারপরেও যদি কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় মেমারি থানার অফিসার ইনচার্জকে জানাতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়, যা হলো ৯১৪৭৮৮৮৫৫৪ । এই নম্বরে মিসড কল নয়, একমাত্র ফোন করে বা হোয়াটসঅ্যাপে জানানো যাবে বলে জানান ওসি।