পুরুষ -মহিলাদের নিয়ে পৃথক পৃথক ইফতার জাহির ও ফজিলার

আজিজুর রহমান, গলসি : গলসি ১ নং ব্লকের রাইপুর গ্রামে ইফতার মজলিসের করা হল। লোয়া রামগোপালপুর পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম মহিলাদের নিয়ে ও তার স্বামী ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস পুরুষদের নিয়ে ওই মজলিসের আয়োজন করেন। যেখানে হাজার অধিক পুরুষ ও মহিলা যোগদান করেন।

    পঞ্চায়েত প্রধান ফজিলা বলেন, গ্রামের সকল মা বোনরা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন। তাছাড়াও গ্রামের বেশিরভাগ মহিলা তার সাথে মিছিল মিটিং এ পা মেলান। তিনিও তাদের আপদ বিপদে সাধ্যমত পাশে থাকেন। তাই মা বোনদের নিয়ে তিনি ওই ইফতার মজলিস করেছেন। গ্রামবাসী তনুজা মন্ডল বলেন, ফজিলাদি সব সময় তাদের সাহায্য করেন। গ্রামের ও এলকার প্রচুর উন্নয়ন করেছেন। তাছাড়াও সবসময় বিপদগ্রস্থ মানু‌ষের পাশে থাকেন। এর সাথে সাথে তিনি সবসময় ধর্ম ও রাজনীতি ভুলে সবাইকে সাহায্য করেন। গলসি ১ নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন। তারই দেখানো পথে আমরা চলছি। সামনে লোকসভা ভোট। তাই সবাইকে কোমর বেঁধে লড়াইয়ে নামার ডাক দিচ্ছি। তিনি বলেন, আমদের এখানে লোকসভার প্রার্থী হয়েছেন কীর্তি আজাদকে। তাই আজ এই মজলিস থেকে আমরা অঙ্গীকার বদ্ধ হলাম যে একটিও ভোট আমরা অন্য কোথাও দেব না। কারন বিজেপির দিলীপ ঘোষকে হারানোই আমাদের মুল লক্ষ।