স্বচ্ছ ভারত অভিযান নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্যেগ

আরে ফুল * নতুন গতি :

    আজ সারাটাদিন জুড়ে চলছে নরঘাট বাগডোবা জালপাই হাইস্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী সমন্বয়ে স্বচ্ছ ভারত মিশন উপলক্ষ্যে পদযাত্রা ৷ পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে কিংংবা রোগ ব্যাধীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় মুখ্যমণ্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ে নামাঙ্কিত স্বচ্ছ ভারত মিশন ৷ আসুন আমরা সকলের স্বচ্ছভারত মিশনের দড়ি শক্ত করে ধরি আর ছাপিয়ে পড়ি সমাজের নোংংরা পরিকাঠামোয় ৷ প্রায় সময় লক্ষ্য করা যায় যে বাগডোবা জালপাই হাইস্কুল প্রতিবছর এই ধরণের কিছু কর্মকান্ড নিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ব্যাস্ত থাকে ৷ এই ব্যাস্ত থাকার মধ্যে রয়েছে বসে আঁঁকো প্রতিযোগিতা , কুইজ , আবৃৃতি ও বক্তব্য …৷ শুধু তাই নয় পুরো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা হয় ৷ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বরুণ কুমার সামন্ত মহাশয় বলেন যে বিদ্যালয়ের কর্মকান্ডের সঙ্গে আমরা সবসময় যুক্ত রয়েছি ৷ তবে যেটা বলার নয় বিদ্যালয়ের অনেক অভাব রয়েছে ৷ সেগুলির দিকে আমরা নজর রেখেছি ৷ এতে আমরাও খুশি ৷ তার সাথে সাথে নরঘাট এলকাবাসী খুব খুশি ৷
    নরঘাট নন্দকুমার