|
---|
বিশ্বদীপ, বালুরঘাট-
রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ছাত্র যুব উৎসব। তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ যুব কল্যান দপ্তরের উদ্যোগে ও বালুরঘাট পৌরসভার সহযোগিতায় বালুরঘাটে চলছে ছাত্র যুব উৎসব। আজ বালুরঘাট মন্মথ মঞ্চে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে বালুরঘাটের মহকুমা শাষক ঈশা মুখার্জী, জেলা তথ্য সাংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, জেলা যুব আধিকারিক জয়ন্ত দত্ত, বালুরঘাট কোর্টের পাবলিক প্রসিকিউটর সুভাষ চাকি প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে উপস্থিত অতিথিদের হাতে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে গাছের চারা তুলে দিয়ে বরন করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে বালুরঘাটের মহকুমা শাষকের উদ্যোগে অভিনব ভাবে রাজ্য স্তরে কুইজ কন্টেস্ট এ সফলতা পাওয়া ছাত্র ছাত্রদের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। তিনটি ভেনুতে প্রায় ২৫ টি ইভেন্টে ছাত্র ছাত্রী ও যুবদের অংশ গ্রহনের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। ছাত্রছাত্রী এবং যুবদের শিল্প চর্চায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যান দপ্তর ও বালুরঘাট পৌরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে শহরের সংস্কৃতি প্রেমী মানুষ। এই বিষয়ে বালুরঘাটের মহকুমা শাষক তথা বালুরঘাট পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জী বলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে যে ছাত্র যুব উৎসব চলছে তার দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায়ের অনুষ্ঠান এই মন্মথ মঞ্চে বালুরঘাট পৌরসভার পৌর পর্যায়ের অনুষ্ঠানের মাধ্যমে সুচনা হল। আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য পৌরসভা, ব্লক ও জেলা পর্যায়ের ছাত্র যুব উৎসব সংগঠিত হবে। আজ ও কাল এই দুইদিন আমরা ছাত্র যুবদের নিয়ে খুব ভাল ভাবে কাটাবো এই আশা রাখি।