রাজনগরে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

     

    রাজনগরে বাসস্ট্যান্ডে রবিবার বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো আগামী ১৩ই মে বীরভূমে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । সেই নির্বাচনের সময় এলাকায় বিজেপি নেতৃত্ব যাতে নিজেদের সংগঠনকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন সেই উদ্দেশ্যেই রাজনগর বাসস্ট্যান্ডে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো । নতুন এই নির্বাচনী কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত সমস্ত সভা ও বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।


    আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিস্তারক অরবিন্দ কয়াল, বিধানসভার কো-কনভেনার উত্তম পাল, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক দুলাল রোয়ানি, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মমতা দে, যুব মোর্চার মন্ডল সভাপতি বুবুন দে , কনভেনার বিপুল নন্দী , মন্ডল সভাপতি সঞ্জয় সেন ও দেবাশীষ ভান্ডারী সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা।