ইফতার ও ঈদ সামগ্রী বন্টন।

নিজস্ব সংবাদদাতা : বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের পূর্ব দিকে ছোটনীলপুর পীরতলা এলাকায় অবস্থিত “হযরত মানিক পীর বয়েজ হোস্টেলে” প্রতিবছরের ন্যায় এ বছরও ২৬ শে রমজান সমস্ত ছাত্র ও পরিচালক কমিটির সভ্যদের নিয়ে একটি প্রীতির দাওয়াত ই ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো, উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বিশিষ্ট উদ্যোগ পতি জনাব হাসিব আলম মহাশয়, উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মুন্সি সিরাজুল ইসলাম, বর্ধমান জেলা কোটের বিশিষ্ট আইনজীবী জনাব মশিউর রহমান পাপু , বিশিষ্ট শিক্ষাবিদ সামিউল আলম ,বর্ধমান জেলা বিশিষ্ট সমাজসেবী ও সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন, ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন ছাত্রাবাসের ওয়ার্ডেন শেখ নাসির উদ্দিন রাজা।প্রতিবছরের ন্যায় এ বছরও বর্ধমান শহরের গরিব দুঃস্থ বৃদ্ধ- বৃদ্ধাদের ঈদের আনন্দে সামিল হওয়ার জন্য” হযরত মানিকপীর ইসলামিক সমাজ বিকাশ কেন্দ্রের” উদ্যোগে ২৫০ টাকা করে ১০০ জন মানুষের হাতে একটি করে লেখাফা তুলে দেয়া হয়। বিগত ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে হযরত মানিকপীর ইসলামিক সমাজ বিকাশ কেন্দ্র এলাকার দরিদ্রদের জন্য রমজান মাসে এই কাজ কাজ করে চলেছে। সাধারন সম্পাদক সেখ মনোয়ার হোসেন আরো জানালেন যে আগামী শিক্ষাবর্ষে দুঃস্থ মেধাবী ছাত্রদের যাকাত ফান্ড বা দুস্থ তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য বরাদ্দ করা হবে, ইনশাআল্লাহ।