|
---|
খান আরশাদ, বীরভূম:
আসন্ন ঈদ উপলক্ষে রাজনগর থানায় রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নেতৃত্বে রবিবার একটি বিশেষ বৈঠক আয়োজিত হলো। চলতি রমজান মাসের সম্ভবত আগামী বুধ অথবা বৃহস্পতিবার দিন মুসলিম সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। রাজনগর থানার অন্তর্গত বিভিন্ন মসজিদ এবং ঈদগাহ গুলিতে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই ঈদ উৎসব যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন সেই লক্ষ্যেই রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত রবিবার রাজনগর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন। পাশাপাশি রাজনগরের অন্যান্য সম্প্রদায়ের বিশিষ্টজনেরাও এই বৈঠকে উপস্থিত হন।
রাজনগর থানার অন্তর্গত প্রতিটি স্থানে যেন ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয় সে বিষয়ে রাজনগর থানার পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সমস্ত সম্প্রদায়ের মানুষদেরও সম্প্রীতির এবং ভ্রাতৃত্ববোধের বাতাবরণ তৈরি করে উৎসব শান্তিপূর্ণ করার আহ্বান জানান রাজনগর থানার OC দেবাশিস পন্ডিত।
আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজনগর থানার SI তপন দাস, ASI মহম্মদ গিয়াস উদ্দিন সহ প্রদীপ দে, আবুল ফজল খান সহ বিশিষ্টজনেরা।