|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- খয়রাশোল ব্লকের কাঁকরতোলা থানার বড়রা গ্রামে আমরা সবাই ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হয় শনিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।খেলার শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে।
স্থানীয় বড়রা ফুটবল মাঠে ফুটবল খেলা দেখতে এলাকার ক্রীড়া-প্রেমীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় বুধপুর কে জি এন বনাম বাস্তবপুর হেমব্রম ব্রাদার্স দলের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে খেলায় ফলাফল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করা হয়। সেখানে এক গোলের ব্যবধানে বাস্তবপুর হেমব্রম ব্রাদার্স জয়ী ঘোষিত হয়।ফুটবল খেলাটির মূল উদ্যোক্তা শেখ মিরাজ এক সাক্ষাৎকারে জানান রবীন্দ্র-নজরুল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতাটি আটটি দল নিয়ে খেলা হবে। চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ৩ রা ডিসেম্বর।
পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য নগদ একাত্তর হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের জন্য নগদ একান্ন হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে বলে জানান। আজকে খেলার মাঠে মঞ্চে উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার ওসি শামিম খান, বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, শিক্ষক প্রদীপ মন্ডল ও উজ্জ্বল হক কাদেরী,দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রফিউল খান। এছাড়াও ছিলেন সমাজসেবী কাঞ্চন দে, সপ্তম গোপ,সেখ জয়নাল,কেনিজ রাসেদ,মৃনাল কান্তি ঘোষ,পার্থ সারথি মন্ডল,প্রলয় ঘোষ,সেখ জন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।