মহুয়া মৈত্র ইস্যুতে মুখ খুললেন ডেরেক ও ব্রায়ান

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মহুয়া ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলের কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিমের বক্তব্য উঠে এসেছে। এদিকে, মহুয়া মৈত্রকে ঘিরে জাতীয় রাজনীতিতো দোলাচল। ‘ক্যাশ ফর কোয়ারি’ বিতর্কে ইতিমধ্যেই নাম জড়িয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। এই অবস্থায় তৃণণূলের সাংসদ ডেরেক ও ব্রায়ান জানিয়েছেন, মহুয়াকে নিয়ে সংসদের এথিক্স কমিটির সিদ্ধান্ত সামনে আসলে তাঁর বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে তৃণমূল।

    তিনি বলেন, “আমরা সংবাদমাধ্যমের প্রতিবেদন পড়েছি। দলের নেতৃত্ব মহুয়াকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছে। তিনি একজন নির্বাচিত সাংসদ। আগে বিষয়টির তদন্ত হতে দেওয়া হোক। তারপরেও দল এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।”