পশুখাদ্য দুর্নীতি: পঞ্চম মামলাতেও দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব, সাজা ঘোষণা ১৮ ফেব্রুয়ারি

নতুন গতি নিউজ ডেস্ক: আগের চারটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার পশুখাদ্য দুর্নীতি সংক্রান্ত পঞ্চম মামলাতেও দোষী সাব্যস্ত হলেন লালু প্রসাদ যাদব। মঙ্গলবার তাঁকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত। সাজা ঘোষণা ১৮ ফেব্রুয়ারি। ফের তাঁকে কারাবাস করতে হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

    এই মামলায় মোট ১৩৯.৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই মামলায় লালু-সহ মোট ১৭০ জন অভিযুক্ত। তাঁদের মধ্য়ে ৫৫ জন মারা গিয়েছেন। এছাড়া রাজসাক্ষী হয়েছেন ৭ জন, এখনও পলাতক ৭ জন। ২ জন ইতিমধ্যেই আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। বাকি ৯৯ জন অভিযুক্তদের শুনানি চলছিল গত বছরের ফেব্রুয়ারি থেকে। লালু ছাড়াও এই মামলায় রয়েছেন সাংসদ জগদীশ শর্মার মতো আরও হাই প্রোফাইল অভিযুক্তরা।