|
---|
উত্তর ২৪ পরগনা: এক টলিউড অভিনেত্রী ও তৃণমূল কর্মীকে, এক বিজেপি কর্মীর কুরুচিকর মন্ত্যব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এরপরেই বারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ সেই অভিনেত্রী। তল্লাশি শুরু করেছে পুলিশ।
সেই অভিনেত্রীর বক্তব্য “সম্প্রতি আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করি। আমার ওই পোস্টেই দেবম পাল নামে এক যুবক কুরুচিকর মন্তব্য করে। তাকে পাল্টা জবাবও দিয়েছি। এরপর এই ব্যক্তি কে, তা জানতে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর দি। তখন দেখি ওই যুবক একজন সক্রিয় বিজেপি কর্মী।”
তিনি আরো জানান “শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধের জন্য আমাকে প্রকাশ্যে এমন কুরুচিকর মন্তব্য করে।”
এই ঘটনার পর তৃণমূল নেতৃত্ব বিজেপির সংস্কৃতির নিন্দা করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গেরুয়া শিবির এবং জানান ঘটনার সত্যতা প্রমাণ হলে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।